দুবাইয়ের রেসিডেন্সি ও বিদেশি বিষয়ক জেনারেল ডিরেক্টরেট (জিডিআরএফএ) কর্মনিষ্ঠ শ্রমিকদের জন্য এক ব্যতিক্রমী রমজান উদ্যোগের সূচনা করেছে। “গুডনেস বাস” নামের এই প্রকল্পের মাধ্যমে দুবাইয়ের শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হিউম্যানিটারিয়ান অ্যান্ড চ্যারিটি এস্টাবলিশমেন্ট এবং দুবাই চ্যারিটি অ্যাসোসিয়েশন যৌথভাবে এই মানবিক কার্যক্রমটি পরিচালনা করছে।
“বর্ষসেরা কমিউনিটি” উদ্যোগের অংশ হিসেবে, এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো দুবাই শহরের উন্নয়নে শ্রমিকদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া এবং সমাজের মধ্যে একতা ও সহানুভূতির আবহ তৈরি করা। পবিত্র রমজান মাস জুড়ে, এই উদ্যোগের অধীনে দেড় লক্ষাধিক ইফতার বিতরণের পরিকল্পনা করা হয়েছে। প্রতিদিন প্রায় ৫,০০০ রোজাদার শ্রমিক ভাইদের মাঝে জেবেল আলী, আল কুওজ, দুবাই ইনভেস্টমেন্ট পার্ক ও মুহাইসিনাহ-সহ দুবাইয়ের প্রধান শ্রমিক এলাকাগুলোতে এই ইফতার বিতরণ করা হবে।
জিডিআরএফএ দুবাই-এর উপ-মহাপরিচালক এবং পিসিএলএ-এর চেয়ারম্যান মেজর জেনারেল ওবায়েদ মুহাইর বিন সুরুর বলেন, “এই উদ্যোগটি শ্রমিক সমাজের প্রতি আমাদের বিভাগের নিরন্তর সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ। রমজান মাস হচ্ছে দান ও দয়ার মাস। ‘গুডনেস বাসের’ মাধ্যমে, আমরা সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব আরও জোরালো করতে চাই এবং দুবাইয়ের উন্নয়নে নিবেদিত শ্রমিকদের প্রতি আমাদের সমর্থন জানাতে চাই। ভ্রাতৃত্ব ও সংহতির মেলবন্ধন রচনার যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, এটি তারই একটি অংশ।”
মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম হিউম্যানিটারিয়ান অ্যান্ড চ্যারিটি এস্টাবলিশমেন্টের মহাপরিচালক সালেহ জাহের আল মজরুই বলেন, “আমরা মনে করি সম্মিলিত প্রচেষ্টাই পারে সামাজিক সম্পর্ককে আরও দৃঢ় করতে এবং রমজানের মতো পবিত্র মাসে ঐক্য ও সংহতি বৃদ্ধি করতে। দুবাইয়ের অগ্রগতিতে শ্রমিকদের যে বিশাল ভূমিকা রয়েছে, সেই অবদানকে সম্মান জানাতে পেরে আমরা আনন্দিত।”
দুবাই চ্যারিটি অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক আহমেদ আল সুওয়াইদি বলেন, “জিডিআরএফএ দুবাই-এর সঙ্গে এই মহতী উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। এই কার্যক্রমটি রমজানের মূল বার্তা – সহানুভূতি ও মানবতাবোধের চেতনাকে সকলের মাঝে ছড়িয়ে দেবে। আমাদের ‘গুডনেস লাস্টস’ প্রচারণার অংশ হিসেবে, এই উদ্যোগ দুবাইয়ের উন্নয়নে শ্রমিকদের যে অপরিহার্য শ্রম রয়েছে, তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।”
‘গুডনেস বাস’ উদ্যোগটি দুবাইয়ে কর্মরত শ্রমিকদের জীবনে রমজানের পবিত্রতা ও মানবতাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
