ওমানে জালান বানি বুয়ালিতে বাংলাদেশিকে খুনের ঘটনায় ঘাতক অপর বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ আল শারকিয়্যাহ পুলিশ কমান্ড। সোমবার রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খুনের কারণ হিসেবে ব্যক্তিগত শত্রুতার কথা উল্লেখ করেছে পুলিশ। তবে ঘাতকের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
এর আগে রমজানের প্রথম দিনে জসিম উদ্দিন নামে এক বাংলাদেশি খুন হন। সে ফেনীর মোটবী ইউনিয়নের লস্করহাট এলাকার ভূইয়া বাড়ির আব্দুস সাত্তারের ছেলে। শনিবার ভোরে জালান বানি বুয়ালিতে এই ঘটনা ঘটে। হত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি জসিমের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
ওমানের স্থানীয় সূত্র জানায়, তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটেছে। প্রথম রোজার দিন ভোরে সেহরি খেয়ে নামাজ আদায়ের পর সবার মতো জসিমও বিশ্রাম নিতে যান।
একপর্যায়ে ওই কর্মচারী ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করে। এতে ব্যাপক রক্তক্ষরণ হয়। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জসিমকে মৃত ঘোষণা করেন।
নিহতের শ্যালক মো. ইয়াছিন ভূঁইয়া জানিয়েছেন, জসিম উদ্দিন ওমানে আছেন অনেক বছর ধরেই। পরিবারে তার চার মেয়ে আছে। এই ঘটনায় আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
