ওমানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে মিছিলের সময় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি কয়েস আহমেদকে আর্থিক সহায়তা দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। সোমবার সালালাহ ইভেন্ট হলে তার হাতে পুনর্বাসন বাবদ ৩৫০ ওমানি রিয়াল বা প্রায় ১ লাখ ১০ হাজার টাকার সহায়তা তুলে দেন দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম।
প্রবাসী কয়েস আহমেদ পেশায় গাড়িচালক। ওমানে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া ৬ বাংলাদেশির মধ্যে তিনিও একজন। পরবর্তীতে আদালতের বিশেষ বিবেচনায় কারামুক্ত হয়েছেন। এই আর্থিক সহায়তার জন্য তিনি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post