জুয়েলারি দোকান থেকে দুর্ধর্ষ চুরির অভিযোগে ওমানে ৩ প্রবাসীর উড়াল দেওয়ার আগেই ‘হট টিকিট’ বাতিল করলো মাস্কাট পুলিশ। কমান্ড পুলিশের চৌকস দল মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে ওঁত পেতে থেকে অভিযুক্ত তিনজনকে কাস্টডিতে নিয়েছে। পুলিশের একটি সূত্র জানায়, ধৃত প্রবাসীরা বিমানে করে গোপনে দেশ ছাড়ার ফন্দি এঁটেছিল।
মাস্কাট পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই তিন অভিযুক্ত ব্যক্তি মুত্রা এলাকার একটি স্বনামধন্য জুয়েলারি স্টোরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারাই ওই দোকানের গহনা চুরির সাথে সরাসরি জড়িত।
সাম্প্রতিককালে ওমানে ছোটখাটো চুরি ও জালিয়াতির পাশাপাশি সোনার দোকানে ডাকাতির মতো ঘটনাগুলোতেও প্রবাসীদের জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে।
এই পরিস্থিতিতে ওমানে বসবাস করা সাধারণ প্রবাসীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, মুষ্টিমেয় কিছু অপরাধীর জন্য গোটা প্রবাসী কমিউনিটির ভাবমূর্তি নষ্ট হচ্ছে।
স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, সাধারণত নিম্ন আয়ের কর্মী এবং অবৈধভাবে বসবাস করা প্রবাসীরাই এই ধরনের অপরাধে বেশি জড়াচ্ছে। ক্রমবর্ধমান এই অপরাধ প্রবণতা ঠেকাতে ওমান সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অপরাধ দমনে সরকার ‘সিকিউরিটি এন্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশন’কে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। চলতি বছরের ৫ই জানুয়ারি থেকে এই সংস্থাটি নতুন নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করেছে।
সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সংরক্ষিত পেশাগুলোতে প্রবাসীদের কাজ করা সীমিত করা, আইন লঙ্ঘন প্রতিরোধ করা এবং ওমানি নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post