চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনায়, পবিত্র কাবার আদলে একটি স্থাপনা নির্মাণের মাধ্যমে প্রতারণার চেষ্টার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কর্ণফুলী চা বাগান সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায়, যেখানে আয়েশা বেগম নামের এক মহিলা কাবারূপী একটি ঘর নির্মাণ করেছিলেন।
স্থানীয়দের অভিযোগ, এই স্থাপনা নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ভণ্ডামি ও সাধারণ মানুষকে প্রতারিত করা, এবং এই কাজে কয়েকজন ব্যক্তি তাকে নেপথ্যে সহযোগিতা করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনতা একত্রিত হয়ে বিতর্কিত ঘরটি ভেঙে গুঁড়িয়ে দেন। তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল থেকে পুলিশ আয়েশা আক্তার (৫১) নামের অভিযুক্ত নারীকে আটক করে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, কাবার আদলে এই স্থাপনা নির্মাণে আপত্তি জানালে, কয়েকজন ব্যক্তি তাদেরকে মারধরের হুমকিও দেয়। এই ঘটনা প্রসঙ্গে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভণ্ডামীর উদ্দেশ্যে পবিত্র কাবা ঘরের আদলে স্থাপনা নির্মাণের সংবাদ পেয়ে, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নারীকে আটক করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং ভণ্ডামি ও প্রতারণার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post