ওমানের রাজধানী মাস্কাটে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মাস্কাটে ৮ম ভারত মহাসাগরীয় সম্মেলনের পার্শ্ববৈঠকে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ শনিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার ও ওমান যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। ‘ইন্ডিয়া ফাউন্ডেশন’ নামক একটি সংস্থা এই সম্মেলনের তত্ত্বাবধান করছে। ধারণা করা হচ্ছে, এবারের সম্মেলনে প্রায় ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করবেন। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রীরাও এই বার্ষিক সম্মেলনে যোগ দেবেন।
মাস্কাটে পৌঁছানোর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি প্যারিস ও ওয়াশিংটন সফর করেছেন এবং জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। দিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনার কিছু মন্তব্যকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডিস্থ ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। এরপর বাংলাদেশ সরকার ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে কড়া প্রতিবাদ জানায়।
এরই ধারাবাহিকতায় গত ৬ই ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন জানান যে, বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে যেন শেখ হাসিনাকে বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয়।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ‘মিথ্যা’ বক্তব্য বাংলাদেশের পরিস্থিতির ওপর প্রভাব ফেলেছে এবং তার সাম্প্রতিক বক্তব্য ছিল ‘আক্রমণাত্মক’। পরবর্তীকালে শেখ হাসিনা কেমন বক্তব্য দেন, সেটি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছিলেন।
তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত ছয় মাসে ভারত-বাংলাদেশ সম্পর্কের যে অস্থিরতা তৈরি হয়েছিল, সে বিষয়ে আলোচনা করে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটানো হয়েছে বলে জানিয়েছেন। তিনি আরও জানান যে, চীন-বাংলাদেশ সম্পর্ক ‘সঠিক পথেই এগোচ্ছে’। এই প্রেক্ষাপটে মাস্কাটে অনুষ্ঠিত এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post