প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য আকাশপথে যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী হতে চলেছে। সরকার সম্প্রতি বিমান ভাড়ায় বড় ধরনের ছাড় দেওয়ার পাশাপাশি ডিজিটাল টিকিট ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে একদিকে যেমন প্রবাসীদের ভ্রমণ খরচ কমবে, অন্যদিকে টিকিট কালোবাজারি বন্ধ হবে বলে আশা করা যাচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আজ তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এই সুখবরটি নিশ্চিত করেছেন।
তিনি মন্ত্রণালয়ের একটি ফটোকার্ড শেয়ার করে জানান, সৌদি আরব ও মালয়েশিয়ার রুটে বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ছাড় শুধুমাত্র নতুন কর্মী ভিসা এবং একবারের যাত্রার টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
পাশাপাশি, শুধুমাত্র বিএমইটি কার্ডধারী শ্রমিকরাই এই বিশেষ ভাড়ার সুবিধা পাবেন। এই বিশেষ ছাড়ের মেয়াদ আগামী ২০২৫ খ্রিস্টাব্দের ৩০শে জুন পর্যন্ত বহাল থাকবে।
বিমান ভাড়া কমানোর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই পদক্ষেপকে স্বাগত জানানোর পাশাপাশি সাধারণ মানুষের জন্য অনলাইনে টিকিট কাটার একটি নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত দিয়েছেন।
তিনি উল্লেখ করেন, “এখন সম্ভবত আরেকটা ব্যবস্থা নিতে হবে, তা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ সৃষ্টি করা। ইনশাল্লাহ, এটি সম্ভব করার জন্য আমরা চেষ্টা করবো।”
বিশেষজ্ঞ মহল মনে করছেন, বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ চালু হলে দেশের সাধারণ নাগরিকরাও উপকৃত হবেন। বিমান টিকিট ক্রয় প্রক্রিয়া হবে আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক। এর ফলে একদিকে যেমন যাত্রীদের ভোগান্তি কমবে, তেমনি টিকিট কালোবাজারির দৌরাত্ম্য হ্রাস পাবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই উদ্যোগকে প্রবাসীকর্মীদের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিমান ভাড়া হ্রাস এবং ডিজিটাল টিকিট ব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য আকাশপথে ভ্রমণ আরও আরামদায়ক ও সাশ্রয়ী হবে, এমনটাই আশা করা যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post