বাংলাদেশের জাতীয় বিপ্লবী পরিষদ (জেবিপি) অন্তর্বর্তী সরকারের কাছে এক মাসের মধ্যে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের দাবি জানিয়েছে। একইসঙ্গে ইসরায়েলি আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’-এর ব্যবহার বন্ধের ঘোষণাও চেয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। জেবিপির রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমানের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আনিছুর রহমান বলেন, “গত ১৯ জানুয়ারি গাজা যুদ্ধ বিরতি চুক্তির পর থেকে এ পর্যন্ত ১৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্তমানে গাজাকে অবৈধভাবে দখল করে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছে।”
তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে বাংলাদেশসহ বিশ্বের মুসলিমদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত। এর প্রথম পদক্ষেপ হিসেবে, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে একটি স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন।”
আনিছুর রহমান অভিযোগ করেন, “গাজাবাসীকে জাতিগতভাবে নির্মূল করার উদ্দেশ্যে তাদের মিশর, জর্ডান ও সৌদি আরবে বিতাড়নের পরিকল্পনা করা হচ্ছে। বিশ্ববাসীকে ইসরায়েল ও আমেরিকার এই জাতিগত নিধন পরিকল্পনা রুখে দিতে হবে।”
সংগঠনের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন তাঁর বক্তব্যে বলেন, “আমরা এক কঠিন সময় পার করেছি। বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। দুই হাজারের বেশি মানুষ জীবন দিয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন, কিন্তু আমাদের লক্ষ্য এখনও অর্জিত হয়নি।”
তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূস দেশের নেতৃত্ব গ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে, আমরা অবিলম্বে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সর্বত্র বৈধ’ এই পূর্বের বিধি পুনর্বহাল এবং ইসরায়েল থেকে কেনা পেগাসাস স্পাইওয়্যার বন্ধের দাবি জানাচ্ছি।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post