সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজে অভিনব কায়দায় লুকানো প্রায় কোটি টাকা মূল্যের সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ইনজামাম উল হক জানান, দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের যাত্রীবিহীন একটি আসনের নিচ থেকে আটটি সোনার বার জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯২৮ গ্রাম, যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা দুবাই থেকে আসা বিমানটির প্রতিটি আসন তল্লাশি করছিলেন। তল্লাশির এক পর্যায়ে, একটি আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলোর সন্ধান পাওয়া যায়।
এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি, তবে কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
