প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! এখন থেকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও প্রবাসী বাংলাদেশিরা এখন বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
২০১৫ সালের পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা অনুযায়ী, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে কোনো দলিল সম্পাদন করতে গেলে তাদের বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল।
এ নিয়মের কারণে প্রবাসীদের, বিশেষ করে যাদের সন্তানরা বাংলাদেশি পাসপোর্ট নেন না, তাদের জন্য জটিলতা তৈরি হতো। এছাড়া, দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়াও ছিল সময়সাপেক্ষ ও কষ্টকর।
ড. আসিফ নজরুল জানান, প্রবাসীদের অভিযোগ ও অসুবিধা বিবেচনায় নিয়ে এই বিধিমালা সংশোধন করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার স্টিকার থাকলে, জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেও তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন।
তিনি বলেন, “এই সংশোধন প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি লাঘবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এটি তাদের জন্য একটি বড় সুবিধা বয়ে আনবে।”
এই সিদ্ধান্ত প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে। সংশোধিত বিধিমালা প্রবাসীদের আইনগত প্রক্রিয়াকে সহজতর করবে এবং তাদের সময় ও শ্রম বাঁচাবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post