বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে ব্যাগ ভর্তি পাঁচটি দেশিও পাইপগান উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খানপুরাস্থ রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুরের পূর্ব-উওর কোন থেকে ব্যাগ ভর্তি ওই অস্ত্রগুলো উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পেয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছিল। এমন সময় খান বাড়ির নারীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে আমরা তদন্ত করে দেখছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post