সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ এবং ধানমন্ডি ৩২ নিয়ে আলোচনা করতে হায়দারাবাদ হাউজে এক সভায় অংশ নিয়েছেন।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের এবং এতে প্রদর্শিত ঘটনা ২০২৪ সালের একটি পুরোনো ভিডিও, যা ভুল তথ্যের মাধ্যমে পুনরায় প্রচার করা হচ্ছে।
ভিডিওটি প্রথমে ‘তামান্না আকতার ইয়াছমিন’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, নরেন্দ্র মোদী একটি রেড কার্পেটে হাঁটছেন এবং পাশে ‘Ahlan Modi’ ও ‘The World Is One Family’ লেখা রয়েছে।
এই দৃশ্যটি আসলে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘PMO India’-তে প্রকাশিত একটি ভিডিওর অংশ, যা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গে ধারণ করা হয়েছিল।
এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর একটি উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে এটি স্পষ্ট যে, ভিডিওটির সাথে ধানমন্ডি ৩২ বা বাংলাদেশ নিয়ে কোনো আলোচনার কোনো সম্পর্ক নেই।
ব্যবহারকারীদের উদ্দেশ্যে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যেকোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা জরুরি।
এই ধরনের ভুল তথ্য ছড়ানো প্রতিরোধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post