বৈশ্বিক পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে দেশটির অবস্থান ৯৩তম। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এই তথ্য প্রকাশ করেছে।
গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হেনলি অ্যান্ড পার্টনার্স এই পাসপোর্ট সূচক প্রকাশ করে। এই সূচকে বাংলাদেশের সাথে যৌথভাবে ৯৩তম স্থানে রয়েছে লিবিয়া ও ফিলিস্তিন।
অন্যদিকে, সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে শীর্ষস্থান দখল করেছে, এবং আফগানিস্তান রয়েছে তালিকার একেবারে শেষে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইট অনুযায়ী, কোনো দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। এই ক্ষেত্রে, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনা করা হয়েছে।
এই সূচকে, সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা দিয়ে বিশ্বের ১৯৩টি দেশে ভিসামুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা নিয়ে ভ্রমণ করা যায়। ভারত রয়েছে ৮০তম স্থানে, তাদের পাসপোর্টধারীরা ৫৬টি দেশে সহজে প্রবেশাধিকার পায়।
বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৩৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। ২০২৩ সালের শুরুতে, এই সংখ্যা ছিল ৪২টি। এই উন্নতির মাধ্যমে, বাংলাদেশের পাসপোর্টধারীদের আন্তর্জাতিক ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করা যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post