গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর গতকাল ছাত্র সমাজের উদ্দেশে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার ভাষণ প্রচারের ঘোষণার পরই রাতভর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষুব্ধ ছাত্র-জনতার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় রাজধানীর বিভিন্ন স্থানে।
বিশেষ করে ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে আশপাশের এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়িতে ধ্বংসযজ্ঞ চলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী যন্ত্র ব্যবহার করে বাড়ির বিভিন্ন অংশ ভাঙা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে, তবে এখনো পুরোপুরি শান্তি ফেরেনি।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।













আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
