মধ্যপ্রাচ্যে দেশ ইরানের তেহরানে শহীদদের কবরস্থানে নাচ করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজনদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে ইরানি পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে ওই দুই তরুণী কবরস্থানে গিয়ে শরিয়া আইন এবং ইরানি সংস্কৃতির পরিপন্থী আচরণ করেছেন। তারা সেখানে অনুপযুক্ত পোশাকে নৃত্য করেন এবং সেই দৃশ্য ভিডিওতে ধারণ করেন।
বিজ্ঞাপনView this post on Instagram
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা কবরস্থানের পবিত্রতা লঙ্ঘন করেছে, যা শহীদদের পরিবারসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযুক্ত দুই তরুণীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ইরানে নারীদের জন্য মাথা ঢেকে রাখা, ঢিলেঢালা পোশাক পরিধান এবং প্রকাশ্যে নৃত্য করা কঠোরভাবে নিষিদ্ধ। এ ধরনের ঘটনা ইরানি সমাজের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়।
ইরানে এ ধরনের বিতর্কিত ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনার কেন্দ্রে থাকে, যা দেশের কঠোর আইনি কাঠামো ও সংস্কৃতিকে নতুন করে সামনে নিয়ে আসে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
