পবিত্র শবে মেরাজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার (২৬ জানুয়ারি) রাতে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হবে। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই এ মহিমান্বিত রাতের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা চলবে সোমবার (২৭ জানুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।
বিশেষ এ রাতে আমিরাতজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ, জিকির এবং কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। পাশাপাশি হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনী নিয়ে আলোচনা হবে।
মুসলমানদের বিশ্বাস, রজব মাসের ২৭ তারিখে পবিত্র শবে মেরাজে মহানবী (সা.) আল্লাহর সান্নিধ্যে গমন করেন। এই উপলক্ষে কেউ কেউ নফল রোজা রাখেন এবং বিশেষ ইবাদতে নিজেদের সম্পৃক্ত করেন।
এ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের কনস্যুলেট অফিসে সোমবার (২৭ জানুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটি সত্ত্বেও জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতেও এ রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য বহন করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post