হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের কলকাতা থেকে আসা একটি ইন্ডিগো ফ্লাইট থেকে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশের ডগ স্কোয়াড।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ১০ মিনিটে কলকাতা থেকে আসা ইন্ডিগো-৬ই১১০৭ ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর, ৭ নম্বর লাগেজ বেল্টে দুটি বেনামি লাগেজ বিমানবন্দর কর্মকর্তাদের নজরে আসে।
সন্দেহজনক মনে হওয়ায়, ইন্ডিগো এয়ারলাইন্সের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আর্মড পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াডের কুকুর ‘ডাই’ এবং ‘মেরিনো’ লাগেজ দুটি পরীক্ষা করে।
কুকুরগুলোর তীক্ষ্ণ ঘ্রাণশক্তির (স্নিফিং) সাহায্যে লাগেজ দুটোতে সন্দেহজনক সামগ্রীর উপস্থিতি নিশ্চিত করা হয়। পরে সবার উপস্থিতিতে লাগেজগুলো খুলে দেখা যায়, তাতে রয়েছে ৩১ বোতল (মোট ৩১ লিটার) বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম।
তদন্তে মালিকানা নিশ্চিত করা না গেলে, কাস্টম কর্মকর্তাদের নির্দেশে এসব মালামাল আটক করা হয়।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর জানান, “প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সহায়তায় আমরা নিয়মিত মাদক ও অন্যান্য অবৈধ পণ্য উদ্ধার করছি। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক ও অঙ্গীকারবদ্ধ।”
আটককৃত মালামালের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Discussion about this post