গত বছরের ৩১ মে মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সে দেশে যেতে না পারা কর্মীরা এবার অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আগামী বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই অবস্থান কর্মসূচি পালিত হবে।
সোমবার (২০ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য জানান মাইন উদ্দিন নামের এক প্রবাসী।
মাইন উদ্দিন জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তেমন কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় শান্তিপূর্ণ এই কর্মসূচি করা হবে। কর্মসূচিতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবফেরত কর্মীরাও অংশ নেবে।
মালয়েশিয়া যেতে না পারা প্রবাসীরা বলছেন, ৩১ মে কলিং ভিসার সুযোগ পেলেও সিন্ডিকেটের কারণে হাজার হাজার শ্রমিক চরম দুর্ভোগের শিকার হন। স্বাভাবিক অবস্থায় ২০-৩০ হাজার টাকার টিকিট সিন্ডিকেটের প্রভাবে বেড়ে ২ লাখ ৮০ হাজার থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় পৌঁছে যায়। সিন্ডিকেটের বেঁধে দেওয়া টাকা পরিশোধ করার পরও টিকিট না পেয়ে, মালয়েশিয়া না যেতে পেরে শ্রমিকরা তাদের স্বপ্ন হারিয়ে ফেলে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Discussion about this post