সৌদি আরব প্রতিনিয়ত বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে অভিযান চালিয়ে প্রবাসীদের গ্রেপ্তার করছে। সর্বশেষ গত ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহের অভিযানে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন। অভিযুক্তদের মধ্যে ১১ হাজার ৯৫৫ জনকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এই তথ্য আজ রোববার প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
গালফ নিউজ জানায়, সাত দিনের এই অভিযানে মোট ২১ হাজার ৪৮৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে, ৪,৮৫৩ জনকে নিরাপত্তা লঙ্ঘন-৩,০৭০ জনকে শ্রম আইন লঙ্ঘন এবং ১৩,৫৬২ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের সময় ১,৫৬৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪৭ শতাংশ ইয়েমেনি, ৫০ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অপরদিকে, সৌদি আরব থেকে অবৈধভাবে পালানোর সময় আরও ৬৪ জনকে আটক করেছে প্রশাসন।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা নিয়োগ দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ৩০ হাজার ৩৩৫ জন প্রবাসী, যার মধ্যে ৩৩ হাজার ৭ জন পুরুষ এবং ২,৬৭২ জন নারী, আইনি প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে রয়েছেন।
সৌদি কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি দিয়েছে যে, অবৈধ প্রবাসীদের সহযোগিতা করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। গত সপ্তাহেও দেশটির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল।
সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের প্রতি দেশটির প্রশাসন আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Discussion about this post