বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত যুবক শরিফুল ইসলাম শেহজাদ (৩০) বাংলাদেশি বলে দাবি করেছে মুম্বাই পুলিশ। রবিবার (১৯ জানুয়ারি) ভোরে মহারাষ্ট্রের থানে জেলার পশ্চিম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, রবিবার এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সম্ভবত একজন বাংলাদেশি নাগরিক। তার কাছ থেকে উদ্ধার করা কিছু সামগ্রী এমনই ইঙ্গিত দেয়। অভিযুক্ত ব্যক্তি ভারতে প্রবেশের পর তার নাম পরিবর্তন করে বিজয় দাস রেখেছিলেন।
মুম্বাই পুলিশের (অপরাধ দমন) ডিসিপি দীক্ষিত গেদাম বলেন, ‘পাঁচ-ছয় মাস আগে মুম্বাইয়ে আসেন শেহজাদ। মুম্বাইয়ে কয়েক দিন থাকার পর তিনি মুম্বাইয়ের আশপাশে থাকতেন। আসামি একটি হাউজকিপিং এজেন্সিতে (গৃহপরিচারক-গৃহপরিচারিকা সরবরাহকারী) কাজ করতেন। তার কাজ থেকে মিলেছে ভুয়া নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার কোনো পরিচয় দেখাতে পারেনি সে।’
অভিযুক্ত শেহজাদ এর আগেও সাইফের বাড়িতে এসেছে কিনা জানতে চাইলে ডিসিপি গেদাম বলেন, ‘আমাদের কাছে এখনও এ সম্পর্কে কোনও সুনির্দিষ্ট তথ্য নেই। তবে ধারণা করা যাচ্ছে, সে প্রথমবার চুরির উদ্দেশ্যে অভিনেতার বাড়িতে প্রবেশ করেছিলেন।
জিজ্ঞাসাবাদে শেহজাদ পুলিশকে বলেছেন, ‘তিনি জানতেন না যে সাইফ আলি খানের বাড়িতে প্রবেশ করেছেন। তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণেই সে বাড়িতে ঢুকেছিল। হঠাৎ সইফ আলি খান তার সামনে হাজির হন এবং অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যান।
এদিকে সাইফের ওপর হামলাকারী যুবককে প্রাথমিকভাবে বাংলাদেশি বলে দাবি করলেও সেই দাবির বিপরীতে কোনো প্রমাণাদি দেখায়নি মুম্বাই পুলিশ।
প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে মুম্বাইয়ে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন সাইফ আলী খান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
