ওমানে মহামারী করোনায় নতুন সংক্রমণ হাজারের নিচে নামলেও আজ হঠাত মৃত আশঙ্কাজনক হারে বেড়েছে। মঙ্গলবার (১৩-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ নতুন আক্রান্তের সংখ্যা ৯৮২ জন এবং মৃত ৩৭ জন। গতকালের তুলনায় আজ আক্রান্ত ১৮৫ জন কমলেও মৃত বেড়েছে তিনগুণ। যা দেশটির জন্য ফের আশঙ্কাজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৫৪ জনের। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৮২৬ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৭২ জন। দেশটিতে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১২২ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৫৮ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯০.৯ শতাংশে। হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ১ হাজার ২৯০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post