ওমানে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫৯ এবং মারা গিয়েছেন ৪০ জন। এমওএইচ তথ্য অনুসারে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭০ হাজার৫০৪ জন। যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুই লাখ ৩৫ হাজার ৪৬৩ জন এবং মোট মৃতের সংখ্যা তিন হাজার ১৪০।
করোনা মহামারি প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি দেশের সকল নাগরিককে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সামাজিক দূরত্বসহ সকল নির্দেশাবলী মেনে চলার নির্দেশ দেয়।
এদিকে,আগামী রবিবার (৪-জুলাই) থেকে ওমানে ১৮ বছর বা তার বেশি বয়সীদের ভ্যাকসিন প্রদানের ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ (২৯-জুন) ওমান নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। ভ্যাকসিন গ্রহণের জন্য ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। অনলাইন লিংকঃ http://covid19.moh.gov.om
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post