ব্যাংকিং সফটওয়্যারের মাইগ্রেশন বা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে ডাচ-বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা ৫ দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। এই পাঁচ দিন ব্যাংকগুলোর সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আজ থেকে (৩১ ডিসেম্বর) থেকে ৪ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন বন্ধ থাকবে ন্যাশনাল ব্যাংক। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার উদ্দেশ্যে ন্যাশনাল ব্যাংক বন্ধ রাখা হবে।
পৃথক আরেক নির্দেশনায় বলা হয়, নতুন বছরের শুরুতে পাঁচ দিন ডাচ্-বাংলা ব্যাংকের লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময়ে ব্যাংকের শাখা ও এটিএম বুথ থেকে কোনো সেবা পাবেন না ব্যাংকটির গ্রাহকরা। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।
কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদ করার জন্য ডাচ্-বাংলা ব্যাংকের মূল ব্যাংকিং সেবা আগামী ১ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে ব্যাংকটির কোনো গ্রাহক শাখায় যেমন লেনদেন করতে পারবেন না, তেমনি ব্যাংকটির এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারবেন না। এ ছাড়া ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে। তবে এই বন্ধের মধ্যে সাপ্তাহিক ছুটি ও বছরের প্রথম দিন হিসেবে ব্যাংক হলিডে রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post