টানা তৃতীয়বারের মতো সিআইপির সম্মাননা পেলেন শিক্ষাবিদ ও সফল উদ্যোক্তা আহমেদ মোত্তাকি। দেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে অনিবাসী ক্যাটাগরিতে তাকে সিআইপি মনোনীত করেছে বাংলাদেশ সরকার। বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তাকে এ সম্মাননা প্রদান করেন।
এদিকে প্রবাসী আহমেদ মোত্তাকি সিআইপি নির্বাচিত হওয়ায়, তাঁকে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মিশনের ভেরিফাই ফেসবুক পোস্টে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
সিআইপি পুরুষ্কার গ্রহন করে আহমেদ মোত্তাকি বাংলাদেশ সরকার ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনারকে ধন্যবাদ জানান। একইসাথে তিনি জানান আমরা ক্ষুদ্র প্রচেষ্টা করি বাংলাদেশের পণ্য বিদেশে আমদানি করে দেশকে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য।এতে আমরা আনন্দিত।বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই প্রচেষ্টায় কোটি প্রবাসী বাংলাদেশিদেরকে অনুপ্রাণিত করবে।
প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ২২-২৩ অর্থবছরে শিল্পখাতে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী ও ২৩-২৪ অর্থবছরে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ক্যাটেগরীতে দ্বিতীয়বারের মতো বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের (এমআইসি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শিক্ষা উদ্যোক্তা আহমেদ মোত্তাকি।
আহমেদ মোত্তাকি ত্রিশ বছরেরও বেশি সময় ধরে মালদ্বীপে বসবাস করেছেন। তার প্রবাস জীবন মালদ্বীপের সরকারি স্কুলের শিক্ষকতা দিয়ে শুরু করলেও এখন তিনি একজন বাংলাদেশি শিক্ষা উদ্যোক্তা এবং প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী।তার মালিকানাধীন মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল গ্রুপ, মালদ্বীপে বাংলাদেশি খাদ্য ও কৃষিপণ্যের বড় আমদানিকারক খ্যাতি পেয়েছে। তার দেশের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার, সরাইল উপজেলার, শাহবাজপুর গ্রামে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post