টঙ্গীর ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের প্রেক্ষিতে কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও র্যাব।
বুধবার (১৮ ডিসেম্বর) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানান, কাকরাইল মসজিদ ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিহত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়া সংঘর্ষের কেন্দ্রস্থলে সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে, বুধবার ভোররাত থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় তিনজন নিহত এবং প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখানের বেলাল (৬০), এবং বগুড়ার তাজুল ইসলাম (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে সাদপন্থিরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন সড়ক দিয়ে ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করে। তখন ময়দানে অবস্থানকারী যোবায়েরপন্থিরা ইটপাটকেল ছুড়তে থাকে। এর জবাবে সাদপন্থিরা পাল্টা আক্রমণ চালায়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post