নিউইয়র্কের রিপাবলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে আকাশে বাংলাদেশের মানচিত্র আঁকার এক অনন্য কৃতিত্ব অর্জন করেছেন বাংলাদেশের স্টুডেন্ট পাইলট ফাহিম চৌধুরী। বিজয়ের ৫৩তম বর্ষ উদযাপনে ফাহিম এই অনন্য সৃজনশীল কাজটি সম্পন্ন করেন।
শনিবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে ফাহিম সেসনা-১৭২ ব্র্যান্ডের একটি বিমান নিয়ে যাত্রা শুরু করেন। প্রায় ২ ঘণ্টা ৩৮ মিনিট ধরে আকাশে উড্ডয়ন করে তিনি ফ্লাইট রাডারের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র তৈরি করেন। ফ্লাইটটি অবতরণ করে রাত ১টা ৫৪ মিনিটে। এই সৃজনশীল কীর্তি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশসহ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ায়।
এক সাক্ষাৎকারে ফাহিম জানান, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে দেশের জন্য একটি বিশেষ কিছু করার তাড়না থেকেই এই উদ্যোগ। ফ্লাইট রাডার ব্যবহার করে সৃজনশীল নকশা তৈরির ধারণা তাকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, “আমাদের দেশের ইতিহাস অনেক সংগ্রামী। এই ম্যাপ তৈরি করতে গিয়ে আমি মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এটি আমার দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।”
ফাহিম আরও জানান, এই কাজটি করতে গিয়ে তিনি গভীর আবেগ অনুভব করেছেন। স্বাধীনতার জন্য যে ত্যাগ ও সংগ্রাম করতে হয়েছে, তা তার মনের গভীরে গভীর ভালোবাসা ও গর্বের জন্ম দেয়।
এই অসাধারণ কাজের জন্য ফাহিমের পাশে ছিলেন তার বন্ধু আসাদ আবদুল্লাহ। পুরো সময় ধরে আসাদ ফাহিমকে সহযোগিতা করেন।
ফাহিম বর্তমানে যুক্তরাষ্ট্রে কমার্শিয়াল পাইলট লাইসেন্সের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। এর আগে তিনি বাংলাদেশের গ্যালাক্সি ফ্লাইং একাডেমি থেকে প্রাইভেট পাইলট লাইসেন্স অর্জন করেছেন।
এই কাজ শুধু একটি সৃজনশীল উদ্যোগ নয়, বরং বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার প্রকাশ। ফাহিমের এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ঐতিহাসিক সচেতনতার অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post