কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ার জেরে এক প্রবাসী স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্বামী মো. মঈনুদ্দিন (৩০) সিঙ্গাপুর প্রবাসী এবং ভুরুঙ্গামারীর ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে।
মঈনুদ্দিনের পরিবারের তথ্য অনুযায়ী, চার বছর আগে পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙা গ্রামের উমর আলীর মেয়ে সোমা খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের এক বছর পর প্রবাসে পাড়ি জমান মঈনুদ্দিন। স্বামীর অনুপস্থিতিতে সোমা খাতুন পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার আলোচনা হলেও তা সমাধানে আসেনি।
গত ৪ ডিসেম্বর মঈনুদ্দিন দেশে ফেরেন এবং পরকীয়ার বিষয়ে স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে তাদের মধ্যে দাম্পত্য কলহ চরমে ওঠে। শনিবার রাতে স্বামী-স্ত্রী সোমার বড় বোনের বাড়ি (বাগভান্ডার গ্রামে) দাওয়াত খেতে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। উত্তেজিত হয়ে সোমা নতুন ব্লেড দিয়ে মঈনুদ্দিনের গলায় আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় মঈনুদ্দিনকে উদ্ধার করে প্রথমে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভুরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দাম্পত্য জীবনের এমন করুণ পরিণতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
![city](https://probashtime.net/storage/2024/09/city-flat.webp)
Discussion about this post