গাজীপুরে বহুল প্রতীক্ষিত বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পের আওতায় বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে শিববাড়ি মোড়ে বিআরটি স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নির্মাণাধীন প্রকল্পটি নিয়ে নানা ভোগান্তি সত্ত্বেও নতুন এই বাস সার্ভিস চালু হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। যাত্রীরা মনে করছেন, এ সেবা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং গাজীপুর থেকে রাজধানীমুখী অফিসগামী মানুষের যাতায়াতকে সহজ করবে।
বিআরটি প্রকল্পের আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত ২০.৫ কিলোমিটার দীর্ঘ রুটে প্রাথমিকভাবে ১০টি এসি বাস চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, যাত্রীদের সুবিধার্থে শিগগিরই আরও নতুন বাস যুক্ত করা হবে। পাশাপাশি তিনি প্রকল্পের বাকি কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
এই প্রকল্পের আওতায় সড়ককে আট লেনে উন্নীত করা হয়েছে। করিডোরের সংলগ্ন উভয় পাশে ৩৪ কিলোমিটার ফিডার রোড এবং ৫৫ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। এছাড়া ৪১ কিলোমিটার ফুটপাথ ও ১০ লেনের টঙ্গী ব্রিজসহ ৯টি ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৮টি ফ্লাইওভার চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বিআরটি চালু হলে গাজীপুর-এয়ারপোর্ট করিডোর যানজটমুক্ত হবে এবং নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দেবে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেটসহ উত্তরবঙ্গের যাত্রীদের জন্য এটি একটি বড় স্বস্তি বয়ে আনবে। সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হলে যাত্রীরা বিশ্বমানের সেবা উপভোগ করবেন।
বর্তমানে মূল প্রকল্পের ৯৭.৪৩% কাজ শেষ হয়েছে। তবে পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত যাত্রীসেবার সুবিধার্থে বিআরটিসি এসি বাস সার্ভিস চালু রাখা হয়েছে।
নতুন বাস সার্ভিসের মাধ্যমে গাজীপুরের মানুষের ভোগান্তি কিছুটা লাঘব হওয়ার আশার আলো দেখা দিয়েছে। যানজট নিরসনে এটি কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তবে প্রকল্পের সম্পূর্ণ বাস্তবায়নই জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post