স্বপ্নপূরণের আশায় নিজ দেশ ও আপনজন ছেড়ে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি যুবক রুবেল। রুবেলের সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে বিগ টিকিট।
১১ ডিসেম্বর আবুধাবিতে বিগ টিকিটের র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম বিজয়ী হিসেবে রুবেল এক মিলিয়ন দিরহাম বা বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি ২৫ লাখ টাকা জিতেছেন।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাসরত রুবেল বিগ টিকিট কেনা শুরু করেন ২০২০ সালে।
আবুধাবিতে একটি ভ্রমণে গিয়ে তিনি বিগ টিকিটের স্টল থেকে প্রথম টিকিট কেনেন। এর পর থেকে নিয়মিত টিকিট কিনতেন, কখনো এককভাবে আবার কখনো বন্ধুদের সঙ্গে।
কিন্তু এবারই প্রথম তিনি এই বিগ টিকিটের লটারি জিতলেন। রুবেল অভিভূত হয়ে বলেন, এটি তার জীবনের প্রথম বড় পুরস্কার এবং এমন বিশাল অঙ্কের টাকা জেতা সত্যিই অবিশ্বাস্য।
রুবেল জানান, ২৯ নভেম্বর তিনি শ্রীলঙ্কা ভ্রমণের উদ্দেশে যান। ফেরার পথে বিমানের ট্রানজিট ছিল আবুধাবির বিমানবন্দরে।
সেখান থেকে তিনি এক হাজার দিরহাম দিয়ে দুটি বিগ টিকিট কিনেছিলেন। অবশ্য এই অর্থ রুবেল কীভাবে ব্যয় করবেন তা এখনো ঠিক করেননি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post