মালয়েশিয়ায় একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অভিযানে চক্রের ৪ সদস্যকেও গ্রেফতার করা হয়। ওই বাংলাদেশিদের পাচার করার প্রস্তুতি চলছিল।
শনিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। তিনি জানান, দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে কুয়ালালামপুর চেরাসের তিনটি এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযুক্ত ৪ জনই বাংলাদেশি বলে জানা গেছে। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী। পুরুষ তিনজনকে মানবপাচার চক্রের মূল হোতা বলে মনে করা হচ্ছে।
তবে কারও নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, তাদের সবার বয়স ৩৫ থেকে ৩৮ বছর। উদ্ধার হওয়া ১১ জন বাংলাদেশির কাছ থেকে ১৭টি পাসপোর্ট, ২০টি মোবাইল ফোন, ৮০০ মালয়েশিয়ান রিঙ্গিত, ৮০০ ডলার এবং ২টি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এদের বয়স ৩০ থেকে ৩৮ বছর বলে জানানো হয়।
বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, চক্রটি মানবপাচারের সাথে জড়িত ছিল। কাজের লোভ দেখিয়ে তারা বাংলাদেশিদের মালয়েশিয়ায় আনত। এবং এজন্য প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত আদায় করত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post