ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামে খতনার অনুষ্ঠানে গান বাজানো নিয়ে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন এবং ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একপর্যায়ে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
এ ঘটনা শুরু হয় শুক্রবার জুমার নামাজের পর, যখন সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে গান বাজানো হয়। এতে মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান-বাজনা বাজানোকে হারাম বলে ফতোয়া দেন।
কাশেম মোল্লা এর প্রতিবাদ করলে মসজিদে দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এরপর, পরদিন বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়, যার ফলে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর হয় এবং নারীসহ অন্তত ১০ জন আহত হন।
শনিবার সকাল থেকে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এই সংঘর্ষে ৩০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কাজ করছে, তবে এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানিয়েছেন, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় সাগর হোসেন এবং আব্দুর রাজ্জাক নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post