ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নির্ভর করবে তাদের কাজের ওপর। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে দেশে ফেরত পাঠাতে হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।
সারজিস আলম আরও বলেন, “শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য যদি তার লাশ কবর থেকে উত্তোলন করার প্রয়োজন না হয়, তবে জুলাই-আগস্টের শহীদদের লাশ কেন উত্তোলন করতে হবে?” তিনি জোর দিয়ে বলেন, কোনো শহীদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, “গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তি না দিয়ে বদলি ও নতুন পোস্টিংয়ের তদবির চলছে। এ ছাড়া মামলা বাণিজ্যে রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত রয়েছেন।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শহীদদের হত্যা মামলার বিচারকাজে যারা বাধা সৃষ্টি করবে, তাদেরও হত্যাকারী হিসেবে বিবেচনা করা হবে। গণঅভ্যুত্থানের আদর্শের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করলে ছাড় দেওয়া হবে না। এমনকি ড. ইউনুসকেও যদি প্রয়োজন হয়, তাকে ছাড় দেওয়া হবে না।”
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নেতাকর্মী এবং রাজশাহী বিভাগের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শহীদ পরিবারের ৪৬ সদস্যের মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post