মিশরের রাজধানী প্রশাসনিক কায়রোতে আয়োজিত ৩১তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন হুমাইরা মাসউদ নামের এক প্রতিভাবান তরুণী।
বুধবার (১১ ডিসেম্বর) দেশটির গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সেখানে অনারব অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত গ্রুপে হুমাইরা পঞ্চম স্থান অর্জন করেন। এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন দুই লাখ মিশরীয় পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হুমাইরার হাতে পুরস্কার তুলে দেন মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয়ের মন্ত্রী ড. ওসামা আল-আজহারী। এ সময় আরও উপস্থিত ছিলেন কায়রোর গভর্নর ড. ইব্রাহিম সাবের, দেশটির সাবেক মুফতি ড. শাওকি আল্লাম, সুদানের সাবেক ওয়াক্ফ মন্ত্রী ড. মো. মুস্তফা আল-ইয়াকুতি, প্রতিযোগিতার বিচারকগণ এবং বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বরা।
বাংলাদেশি হাফেজ হুমাইরার এ অর্জন কেবল দেশের জন্য গর্বের বিষয় নয়, বরং মুসলিম বিশ্বে বাংলাদেশের ধর্মীয় শিক্ষার মান ও প্রতিভার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post