ভারতের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে দ্ব্যর্থহীন অবস্থান প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, “আমরা ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি—ভালো সম্পর্ক চাই, তবে সেটা সমতার ভিত্তিতে এবং উভয়পক্ষের স্বার্থরক্ষার নিশ্চয়তা দিতে হবে।”
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবসময়ই সম্মান ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে। আমরা সব দেশের সঙ্গেই সম্পর্ক উন্নত করতে চাই এবং সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।”
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সৃষ্ট এক বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা রাজনীতিবিদদের হাতে হস্তান্তর করবে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট—একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ নিশ্চিত করা। তবে জনগণেরও দায়িত্ব রয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্র-ছাত্রীকে রাস্তায় নামতে না হয় এবং ছেলেমেয়েদের প্রাণহানি রোধ করা যায়। এই সচেতনতা বজায় রাখা সবার কর্তব্য।”
উল্লেখ্য, দেশের সামগ্রিক পরিস্থিতি উন্নত করতে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সরকার প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অঙ্গীকার করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post