যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন। প্রথম ধাপে ১৫ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে তার প্রশাসন। এই তালিকায় রয়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিক।
ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সম্প্রতি ১৫ লাখ অবৈধ অভিবাসীর একটি তালিকা তৈরি করেছে।
গত মাসে প্রকাশিত এই তালিকায় ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় রয়েছেন, যারা সবাই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এর আগে, গত অক্টোবর মাসে একটি চার্টার্ড বিমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে বেশ কয়েকজন অবৈধ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল।
আইসিই-এর মতে, গত তিন বছরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় প্রায় ৯০ হাজার ভারতীয় আটক হয়েছেন।
এ সংকট নিরসনে ভারতের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে ভারত পর্যাপ্ত সহযোগিতা না করায় দেশটিকে ‘অসহযোগী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অসহযোগী দেশ হিসেবে তালিকায় আরও রয়েছে ভুটান, মিয়ানমার, কিউবা, কঙ্গো, ইরিত্রিয়া, হংকং, ইরান, লাওস, পাকিস্তান, চীন, রাশিয়া, সোমালিয়া এবং ভেনেজুয়েলা।
পিউ রিসার্চ সেন্টার-এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী সংখ্যার দিক থেকে ভারত তৃতীয় স্থানে রয়েছে। প্রথম দুটি স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো এবং এল সালভাদর।
যুক্তরাষ্ট্রের কড়া অভিবাসন নীতি এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এমন উদ্যোগের প্রেক্ষিতে বৈশ্বিক পর্যায়ে নতুন চ্যালেঞ্জের সৃষ্টি হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post