একটির পর একটি বোমা হামলার হুমকি দিয়ে ভারত সরকারকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর এবং বিমানের পর এবার ভারতের কেন্দ্রীয় ব্যাংক ‘রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’ (আরবিআই)-এ বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) মুম্বাইয়ের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা সূত্রে রয়টার্স সংবাদ সংস্থা এই খবরটি নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল ইমেইল ঠিকানায় একটি হুমকি বার্তা পাঠানো হয়। ভিপিএন ব্যবহার করে পাঠানো ওই ইমেইলে বলা হয়েছে, আরবিআই-কে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
এ ঘটনায় রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে অভিযোগ দায়ের করেছে এবং মুম্বাই পুলিশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, এক মাসেরও কম সময়ের মধ্যে এই দ্বিতীয় বারের মতো আরবিআইকে বোমা হামলার হুমকি দেওয়া হল। এর আগে গত ১৬ নভেম্বর আরবিআইয়ের কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল।
এছাড়া গত সোমবার দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল এবং ৩ ডিসেম্বর তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি পাঠানো হয়। চলতি বছরে ভারতে স্কুল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও বিমানে শতাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, তবে বেশিরভাগই ভুয়া প্রমাণিত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post