১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় যৌথবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ যে ছবি ভারতীয়দের কাছে সর্বকালের অন্যতম বড় সামরিক বিজয়ের প্রতীক হয়ে উঠেছিল, সেই ছবি সম্প্রতি ভারতের সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ৫ দশক ধরে ছবিটি সেনাপ্রধানের অফিসে ঝুলছিল এবং বিদেশি জেনারেল ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সময় পটভূমিতে ব্যবহার করা হতো।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া ও দ্য হিন্দু’র প্রতিবেদনে জানা গেছে, ওই ছবির জায়গায় এখন একটি নতুন চিত্রকর্ম স্থাপন করা হয়েছে। এই চিত্রকর্মটি ১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য উপস্থাপনকারী ঐতিহাসিক ছবি প্রতিস্থাপন করেছে।
নতুন চিত্রকর্মটির নাম ‘করম ক্ষেত্র—ফিল্ড অব ডিডস’, যা ভারতীয় সেনাবাহিনীর ২৮-মাদ্রাজ রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল থমাস জ্যাকব এঁকেছেন। এতে সেনাবাহিনীকে শুধু জাতির প্রতিরক্ষক হিসেবে নয়, ধর্ম, ন্যায়বিচার এবং জাতীয় মূল্যবোধের রক্ষক হিসেবেও চিত্রিত করা হয়েছে। ছবিটি আধুনিক ভারতীয় সেনাবাহিনীর প্রযুক্তিগত উন্নতি এবং একীভূত শক্তি হিসেবে রূপান্তরের চিত্র তুলে ধরেছে।
নতুন চিত্রকর্মে তুষারঢাকা পাহাড়, লাদাখের প্যাংগং লেক, গরুড় ও কৃষ্ণের রথসহ চাণক্যের উপস্থিতি এবং আধুনিক সামরিক সরঞ্জাম যেমন ট্যাংক, অল-টেরেইন যান, প্যাট্রল বোট, হেলিকপ্টারসহ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের চিত্র রয়েছে।
সেনাবাহিনীর এক সূত্র জানিয়েছে, এই চিত্রকর্মটি এমন একটি দেশকে উপস্থাপন করে, যার সমৃদ্ধ সভ্যতা রয়েছে এবং যা ন্যায়পরায়ণতার পক্ষে এবং প্রয়োজনমতো বলপ্রয়োগে বিশ্বাস করে। এটি ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা, দক্ষতা এবং প্রস্তুতিরও প্রতীক।
তবে, বেশ কিছু সাবেক সেনাসদস্য এই পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তরাঞ্চলীয় সেনা কমান্ডের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এইচএস পানাগ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘১৯৭১ সালের ঐতিহাসিক ছবি সরিয়ে দেওয়া হয়েছে, যা ভারতের প্রথম বড় সামরিক বিজয়ের প্রতীক।’
এছাড়া, ভারতীয় বিমানবাহিনীর সাবেক এয়ার ভাইস মার্শাল মনমোহন সিংও সামাজিক যোগাযোগমাধ্যমে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে, পুরোনো ছবিটি কোথায় সরানো হয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post