নিরাপত্তার আন্তর্জাতিক মান নিশ্চিত করেই নির্মাণ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন জানিয়েছেন, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (IAEA) চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই ২০২৫ সালের মার্চ মাসে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে সরকারের।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে উপদেষ্টা দল নিয়ে রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
ড. সালেহ উদ্দিন বলেন, “নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রেখেই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। উপদেষ্টা পরিষদের কিছু প্রশ্ন ও পর্যবেক্ষণ সরাসরি যাচাই করেছি এবং প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থায় আমরা সন্তুষ্ট। আমরা আশা করছি, এই প্রকল্পের ইতিবাচক প্রভাব দ্রুত দেশের অর্থনীতি ও উন্নয়নে কাজে লাগবে।”
তিনি আরও জানান, বড় প্রকল্পগুলোর ক্ষেত্রে মেয়াদ কিছুটা বৃদ্ধি স্বাভাবিক, যা সুদের ক্ষেত্রে খরচ বাড়াতে পারে। তবে এই বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার সুযোগ রয়েছে।
সভায় ড. সালেহ উদ্দিন সরকারি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, বিগত সরকারের শাসনামলে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, পাবনার জেলা প্রশাসক মফিজুল হক, পুলিশ সুপার মোর্তজা আলীসহ অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতকে নতুন মাত্রা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post