সংযুক্ত আরব আমিরাতের দুবাইকে ২০৪০ সালের মধ্যে পথচারীবান্ধব শহরে রূপান্তরিত করতে নেওয়া হয়েছে বড় প্রকল্প। দেশটির প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম পথচারীদের হাঁটার জন্য সাড়ে ছয় হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ ও সংস্কার প্রকল্প অনুমোদন দিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে একটি পোস্ট করেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
এতে জানানো হয়, দুবাই ওয়াক নামের প্রকল্পে পথচারীদের জন্য সাড়ে ছয় হাজার কিলোমিটারের আন্তঃসংযোগ সড়ক তৈরি করা হবে। এর মধ্যে পথচারীদের পারাপারের জন্য ১১০টি সেতু ও আন্ডারপাস থাকবে।
নতুন এ প্রকল্পে পথচারীদের জন্য ৩ হাজার ৩০০ কিলোমিটার নতুন সড়ক নির্মাণ হবে এবং ২ হাজার ৩০০ কিলোমিটার সড়ক সংস্কার করা হবে।
সংশ্লিষ্টরা জানায়, তিনটি ধাপে বাস্তবায়িত হবে এ প্রকল্প। পাইলট প্রকল্পের কাজ ২০২৭ সালে শেষ হবে।
বাসিন্দাদের হাঁটায় উৎসাহিত করার জন্য দুবাই সরকার একটি স্মার্ট অ্যাপ্লিকেশন চালুর পরিকল্পনা করেছে। এর মাধ্যমে বাসিন্দারা হাঁটার মাধ্যমে পুরস্কার অর্জন করতে পারবেন। সেইসঙ্গে তারা বিভিন্ন রুট সম্পর্কেও জানতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post