বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী এবং পশ্চিমবঙ্গের বিতর্কিত সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
২০২২ সালে ময়ূখ রঞ্জন ঘোষ তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে চঞ্চল চৌধুরীর সঙ্গে দুটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিতে উজ্জ্বল হাসি মুখে চঞ্চল চৌধুরীকে দেখা যায়। ময়ূখের সঙ্গে এই ছবি এখন সামাজিক মাধ্যমে ফের ভাইরাল হওয়ায় নেটিজেনরা চঞ্চল চৌধুরীকে আক্রমণ করছেন।
ময়ূখ রঞ্জন ঘোষ বর্তমানে ভারতের রিপাবলিক বাংলা টেলিভিশন চ্যানেলে সিনিয়র এডিটর এবং হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। সম্প্রতি তিনি বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের জন্য আলোচনায় এসেছেন। এর পাশাপাশি, তিনি বিভিন্ন বিচিত্র অঙ্গভঙ্গি দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনসহ বিভিন্ন ছাত্র আন্দোলনের সময় চঞ্চল চৌধুরী ছিলেন নীরব। যদিও অন্য অনেক শিল্পী ওই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিলেন, চঞ্চল তখন পুরোপুরি নিরব ছিলেন।
সেসময় থেকেই তাকে নিয়ে নেটিজেনদের সমালোচনা চলছিল। এখন ময়ূখ রঞ্জনের সঙ্গে তার ছবিটি পুনরায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় আবারও তার সমালোচনা শুরু হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post