সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাশাপাশি প্রতিবেশী দেশ তুরস্কের প্রতিও তিনি গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে খামেনির বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, “সিরিয়ায় যা ঘটেছে, তা যুক্তরাষ্ট্র এবং জায়নিস্ট শাসকগোষ্ঠীর যৌথ ষড়যন্ত্রের ফল। এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।”
আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, “সিরিয়ার একটি প্রতিবেশী দেশ এ ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এখনও করছে। এটি সবার চোখের সামনেই স্পষ্ট।”
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রধান ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে বলেন, “মূল পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রক শক্তি হলো আমেরিকা এবং জায়নিস্ট শাসকগোষ্ঠী। ইরানের কাছে এ বিষয়ে এমন সুস্পষ্ট প্রমাণ রয়েছে, যা সন্দেহের কোনো সুযোগ রাখে না।”
বাশার আল-আসাদের সরকারের পতনের পর থেকে ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। আয়াতুল্লাহ খামেনির সাম্প্রতিক মন্তব্যে সেই উদ্বেগ আরও পরিষ্কারভাবে উঠে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post