পাঞ্জাবের জলন্ধর থেকে মোগা পর্যন্ত গড়িয়েছে এক অভাবনীয় প্রতারণার গল্প। ২৪ বছর বয়সী দীপক, যিনি পেশায় দুবাইয়ের একজন শ্রমিক, ইনস্টাগ্রামের মাধ্যমে মনপ্রীত কৌর নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান। তিন বছরের এই ভার্চুয়াল প্রেম তাদের বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়।
গত ৬ ডিসেম্বর দীপক প্রায় ১৫০ জন আত্মীয় ও বন্ধুকে নিয়ে বরযাত্রীসহ মোগায় মনপ্রীতের নির্ধারিত স্থানে পৌঁছান।
কিন্তু সেখানে উপস্থিত হয়ে তাঁরা চমকে যান—মনপ্রীত, তাঁর পরিবার কিংবা বিয়ের কোনো আয়োজন, কোনো কিছুরই অস্তিত্ব নেই।
মনপ্রীত একাধিকবার বিভিন্ন স্থানে পৌঁছানোর কথা জানালেও শেষমেশ তাঁর ফোন বন্ধ হয়ে যায়। হতবাক ও ক্ষুব্ধ দীপক স্থানীয় থানায় মনপ্রীত এবং তাঁর পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন।
দীপকের দাবি, মনপ্রীত নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোও সম্ভবত ভুয়া। এখন দীপক এবং তাঁর পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।
এই ঘটনা ভার্চুয়াল দুনিয়ার সম্পর্কের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সামাজিক মাধ্যমে প্রতারণার ঝুঁকি সম্পর্কে নতুন করে সতর্ক করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post