ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৫ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। তাঁর সাথে সেখানে অবস্থান করছেন আরও অনেক আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী, তবে তাদের সংখ্যা বা অবস্থান নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে, সম্প্রতি এক অনুষ্ঠানে ক্যামেরায় ধরা পড়েছেন দলটির একাধিক প্রভাবশালী নেতা।
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সমাবেশে দেখা গেছে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য। সাবেক মন্ত্রিপরিষদ সচিবও ছিলেন উপস্থিত। উল্লেখযোগ্য যে, এই নেতাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের অনেকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে।
গত রবিবার ইস্ট লন্ডনের ইম্প্রেসন ভেন্যু হলে, যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন শেখ হাসিনা, তবে তাকে সরাসরি স্ক্রিনে দেখা যায়নি।
এই সমাবেশে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কিছু নেতা সাবেক সংসদ সদস্য ছিলেন, যেমন আব্দুর রহমান ফরিদপুর-১ আসনের, শফিকুর রহমান চৌধুরী সিলেট-২ আসনের, এবং হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের।
প্রসঙ্গত, ৫ জানুয়ারি কবির বিন আনোয়ারকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর আদালত কবির বিন আনোয়ার ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
