ছাত্রদল নেতা মানিক মিয়া হত্যাকাণ্ডের মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর চানখারপুলে ছাত্র-জনতার আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মানিক মিয়ার মৃত্যু ঘটেছিল।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। শুনানিতে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি তার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে রিমান্ড বাতিলের আবেদন করেন। তিনি আদালতকে জানান, পলক কোমর ব্যথায় ভুগছেন এবং শারীরিক অসুস্থতার কারণে সাধারণ লো কমোড ব্যবহার করতে অক্ষম; তার জন্য হাই কমোড প্রয়োজন।
শুনানিতে আইনজীবী রাখি বলেন, “পলককে ইতোমধ্যে ৪৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ৩১ দিন রিমান্ডে রাখা হয়েছে। গত ৯ নভেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় রিমান্ডে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। শারীরিক অবস্থার কারণে তার পক্ষে ট্রাভেল করা বা লো কমোড ব্যবহার করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “বারবার রিমান্ডে নেওয়া হলেও নতুন কোনো তথ্য উদঘাটিত হয়নি। পলকের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আমরা রিমান্ড বাতিলের আবেদন করছি এবং প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার অনুরোধ করছি।”
তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদীউজ্জামান পলকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
গত ৫ আগস্ট ঢাকার চানখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুন্সীগঞ্জের ছাত্রদল নেতা মানিক মিয়া। এ ঘটনায় রাজু আহমেদ নামে একজন বাদী হয়ে শেখ হাসিনাসহ ৭৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পলক এই মামলার দ্বিতীয় আসামি হিসেবে উল্লেখিত।
আদালত পলকের রিমান্ড মঞ্জুর করে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post