বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এ হামলা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
হাসনাত আবদুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, হামলায় গাড়িবহরের সদস্যদের ব্যাগ এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় অনেকেই আহত হন। তিনি বাংলাদেশ সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় সমন্বয়করা লামার উদ্দেশে রওনা হন। রাতের আঁধারে মেঘনা ব্রিজ পার হওয়ার পর ঢালের অংশে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে বহরের সদস্যদের আক্রমণ করে এবং চারজনের মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে নিয়ে যায়।
এর আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রাণনাশের হুমকি ও হামলার শিকার হয়েছেন। গত ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সংগঠনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এর পরের দিন রাজধানীর যাত্রাবাড়ীতে হাসনাত আবদুল্লাহকে গাড়িচাপা দিয়ে হত্যার আরেকটি চেষ্টা চালানো হয়।
এ ধরনের ধারাবাহিক হামলার ঘটনায় সংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post