আজ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম জানিয়েছেন, ইইউর ২৭টি দেশের পাশাপাশি আরেকটি দেশের রাষ্ট্রদূতও এই বৈঠকে অংশগ্রহণ করবেন।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা সংকট সমাধানে করণীয় বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য অংশীদারিত্ব চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
পাশাপাশি, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্কের ভবিষ্যৎ দিক নিয়েও উন্মুক্ত মতবিনিময় হবে। এই বৈঠককে বাংলাদেশ ও ইইউর সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post