প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার ভারতের সঙ্গে আলোচনা করবে।
রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত একটি ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, “ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তিকে ফিরিয়ে আনতে হলে বিচার প্রক্রিয়া পূর্ণাঙ্গভাবে শেষ হওয়া জরুরি। এই প্রক্রিয়া সম্পন্ন হলে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা শুরু করবে সরকার।”
তিনি আরও বলেন, “ভারতের গণমাধ্যমের প্রতি আমাদের আমন্ত্রণ—আপনারা বাংলাদেশে এসে বাস্তব তথ্য সংগ্রহ করুন এবং প্রতিবেদন তৈরি করুন। অনেক সময় মিথ্যা প্রচার করা হয়, যা কারো না কারো স্বার্থসিদ্ধি করে। এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।”
এই বক্তব্যে শফিকুল আলম জোর দিয়ে জানান, সরকারের অবস্থান সত্য এবং ন্যায্যতার উপর ভিত্তি করেই এগিয়ে যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post