কাবিননামা না থাকার পরেও সৌদিতে স্বামী স্ত্রী পরিচয়ে সংসার করে প্রবাসী এক নারী বিপাকে পড়েছেন।
প্রবাসী ওই নারীর অভিযোগ, কৌশলে তার কষ্টার্জিত ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তার প্রতারক প্রেমিক। সব কিছু হারিয়ে এখন স্ত্রীর স্বীকৃতি না পেলেও অর্থ ফেরত পেতে দেশের একটি আদালতের আশ্রয় নিয়েছেন ওই নারী।
জানা যায়, ভুক্তভোগী পপি বেগমের বাড়ি রাজশাহীর কানুর উপজেলায়। ২০১৭ সালে গৃহকর্মীর কাজে সৌদি আরবে পাড়ি জমান পপি। এর দুই বছর পর মোবাইল ফোনে রং নম্বরে পরিচয় হয় সুনামগঞ্জ জেলার সৌদি প্রবাসী বিল্লাল মিয়ার সঙ্গে।
এ পরিচয় থেকে তাদের মধ্যে এক সময় গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্বপ্ন দেখাতে থাকেন প্রতারক বিল্লাল। ২০২০ সালে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে হয় পপি ও বিল্লালের।
এরপর শুরু হয় প্রতারণার মুল নাটক। জমি কিনে বাড়ি নির্মাণের স্বপ্ন দেখিয়ে পপির ছয় বছরের উপার্জিত প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা হাতিয়ে উধাও হয়ে যান।
পপির বর্ননা অনুযায়ী, মামলার পড়েও তার টাকায় বানানো বাড়িতে শান্তিতেই আছেন অভিযুক্ত বিল্লাল। সব হারিয়ে নিরুপায় পপি বেগম এখন প্রতিকারের আশায় এদিক সেদিক ঘুরছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post