কুয়েতে তাবুর ভেতর জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে সিলেটের বিশ্বনাথের দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। রোববার সকালে তাদের লাশ বাড়িতে আসলে কান্নায় ভেঙ্গে পড়েন আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীরা।
দুই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। মৃত্যু হওয়া প্রবাসীরা হলেন- পৌর এলাকার নরশিংপুর গ্রামের কয়েছ মিয়া ও উপজেলার শাখারীকোনা গ্রামের রাসেল আহমদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েছ মিয়া কুয়েতের মরুভূমি এলাকায় একটি তাবুতে বসবাস করতেন। গত মঙ্গলবার তিনি শারীরিকভাবে অসুস্থ হলে তার শ্যালক রাসেল আহমদ তাকে দেখতে আসেন।
ওই দিন কয়েছকে দেখাশোনার জন্য রাতে রাসেল সেখানে থেকে যান। মঙ্গলবার রাতে অতি ঠান্ডার কারণে তারা তাবুর ভেতরে জেনারেটরের মাধ্যমে হিটার চালিয়ে ঘুমিয়ে পড়েন।
সকালে নিথর পরে থাকতে দেখে তাদের উদ্ধার করে আল সাবা হাসপাতালে নিয়ে যান প্রতিবেশিরা। হাসপাতালের রিপোর্টে জানা যায়, জেনারেটরের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।
রোববার সকালে নিজ বাড়িতে লাশ আসলে দুপুরেই কয়েছ মিয়াকে দাফন করা হয়। আর রাসেল আহমদের বাড়ি শাখারীকোনা গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। কয়েছ মিয়া দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে ফিরে গত ৩ মাস আগে কুয়েতে যান। তিনি এক ছেলে, এক মেয়ের বাবা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post