ওমানে অবৈধ হয়ে পড়া বাংলাদেশি প্রবাসীরা বর্তমানে দূতাবাসের আউটপাস সেবা গ্রহণ করে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। সূত্রমতে, সপ্তাহের চার দিন ( ছুটির দিন এবং বৃহস্পতিবার বাদে ) এই সেবা প্রদান করা হচ্ছে।
ইতোমধ্যে আউটপাস গ্রহণ করা বেশ কয়েকজন প্রবাসী তাদের অভিজ্ঞতা শেয়ার করে দূতাবাস কর্মকর্তাদের কার্যক্রমের প্রশংসা করেছেন। তারা আউটপাস নিতে আগ্রহী অন্যদের দালালের ফাঁদে না পড়ার পরামর্শও দিয়েছেন।
সম্প্রতি ওমান, যা একসময় বাংলাদেশি কর্মীদের জন্য অন্যতম জনপ্রিয় কর্মগন্তব্য ছিল, কিছুটা সংকটকাল পার করছে। অনেক প্রবাসী, যারা বৈধতার সমস্যায় পড়েছেন, দেশে ফিরে যাওয়ার জন্য আউটপাস গ্রহণের প্রতি আগ্রহী।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিয়োগকর্তার ব্লকড করা কর্মী বা যাদের ক্ষেত্রে লেবার কোর্টের সুপারিশ রয়েছে, তাদের জন্য ট্রাভেল পারমিট বা আউটপাস ইস্যু করা হচ্ছে। প্রতিদিন সর্বোচ্চ ১৫ জন প্রবাসী এই সেবা গ্রহণ করতে পারবেন।
এ উদ্যোগ প্রবাসীদের জন্য স্বস্তি এনে দিচ্ছে এবং তাদের দেশে ফেরার প্রক্রিয়াকে সহজতর করছে। তবে সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সাথে এবং দূতাবাসের সরাসরি সহায়তা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post